আজ নতুন সকাল যেন আলোময়
তোমার বার্তা পেলাম বাতাসের ছন্দে,
সহস্র অপেক্ষা যেন খোঁজ দিশাময়
মন গুণছে প্রহর নতুন আনন্দে !
যত দ্বেষ ক্ষোভ সবা মনে হাহাকার
জুড়ায় কেমনে ব্যাথা স্নেহ পূর্ণতায়,
অঙ্গীকার বদ্ধ মুখ মুখোশে অচেনা
ভোরের পাখি ডাকছে সুরে চেতনায় ।
পৃথিবীর ব্যধি জ্বরা মুছে দিয়ে মোরা
রঙীন ফুলে ভরবো নতুন সুগন্ধে,
সূর্যে সজাগ কিরণ বুঝি দেয় ধরা
ঘুঁচবে গ্লানি মনের বাতাসের ছন্দে ।
আবার নতুন ডোরে জীবন এগোয়
তুচ্ছ স্বার্থ সংঘাত ভুলে প্রেমময় …..
চেতনায় তুমি
সোমা ভট্টাচার্য্য
আজ নতুন সকাল যেন আলোময়
তোমার বার্তা পেলাম বাতাসের ছন্দে,
সহস্র অপেক্ষা যেন দিশা খুঁজে পায়
মন গুনছে প্রহর নতুন আনন্দে !
যত দ্বেষ ক্ষোভ সবা মনে হাহাকার
জুড়ায় কেমনে ব্যাথা স্নেহ পূর্ণতায়,
অঙ্গীকার বদ্ধ মুখ মুখোশে অচেনা
ভোরের পাখি ডাকছে সুরে চেতনায় ।
পৃথিবীর ব্যধি জরা মুছে দিয়ে মোরা
রঙীন ফুলে ভরবো নতুন সুগন্ধে,
সূর্যে সজাগ কিরণ বুঝি ধরা দেয়
ঘুঁচবে গ্লানি মনের বাতাসের ছন্দে ।
আবার নতুন ডোরে জীবন এগোয়
তুচ্ছ স্বার্থ সংঘাত ভুলে প্রেমময় …..