চেতনা চৈতন্য মাঝে হৃদয় আমার আবার সাজে
দূর বিপিনে রাধার লাগি মোহন বাঁশি আজো বাজে।
সাজিয়ে তনু রংবাহারে দাঁড়ায় আসি কুঞ্জবনে
বিনা ফাগুনে খেলে হোলি, রং লাগে যে কালার মনে।
ভ্রমর যে যায় গুঞ্জরিয়া,নব কুসুমকলির মোহিত ঘ্রাণে
উল্লাসে যে হৃদয় নাচে, চেতনার রং লাগে তাই প্রাণে