আত্মস্বার্থে পরকে লুটে
দম্ভ দেখায় যারা,
বুঝে নাকো অনুতাপে
ভুগবে শেষে তারা।
ছলচাতুরি নয়কো ভালো
বিবেক করে কালো,
অন্যের চোখে জলটা এনে
জ্বালাও সুখের আলো!
এখন নাহয় শক্তি দেহে
অহং বোধে চলো,
দেহের খাঁচা দুর্বল হলে
শান্তি কোথায় বলো?
ক্ষমতা আর অর্থমোহে
কত নেতা মন্ত্রী,
পতন হলো দম্ভে তাদের
প্রভু পরম যন্ত্রী।
সত্য ন্যায়ের পথটি ধরে
সুকাজ সবে করো
চেতনাতে জাগতে সবে
শেষের দিনটি স্মরো।