দুদিকে তার রোদ পড়ে না
একদিকে সে হাসতে পারে
একদিকে সে হাসে না।
এখন সে এক মরা নদীর চর।
ক্যাসিনো জুড়ে একদিকে সে হারে
একদিকে সে হারে না।
সে নয় আর রাশিয়া-নির্ভর।
একদিকে সে বলতে পারে
একদিকে সে বলে না
সেবার বলে হারিয়েছিল ঘর।
একদিকে সে চুল খুলে দেয়
একদিকে সে খোলে না।
নিজের লোক হয়েছে আজ পর।
তুমি যেমন একটা দিকে ভাল
একটা দিকেই যদি আগুন জ্বালো
কপাল দেখি, কমেনি দুই জ্বর।
একদিকে আমি বলতে পারি
একদিকে যে পারি না।
ভল্গা থেকে গঙ্গা, তুমি বিরাট চর।