জীবনের আফসোস
মানবতায় ছিল ত্রুটি; ছিল দোষ
মুহূর্তে মুহূর্তে গ্রাস করে হায় হাপিত্যেশ,
সময় হতে নিয়েছে বিদায়
সব সন্তোষ সব পরিতোষ
সময়ের প’রে সময় নাচে; আমি নাচি আছিলায়
উপন্যাস আমি যতই লিখি জীবন বড় কাব্যময়,
আদর্শ যখন তলিয়ে যায় পরামর্শেরা স্বাধীনতা পায়
মতাদর্শের প্রাধান্যে পরামর্শ আর শলা পরামর্শ এক হয়ে যায়
নিদারুণ সংকট দৈন সমাজে যখন মাথাচারা দেয়
আমার আমিতে মগ্ন আমি, সমাজ চূর্ণ ময়।