বিভেদের প্রাচীর ঘেরা মানবিক পথ
থমকে গেছে একপেশে আস্ফালনে,
চৌকাঠের ঘেরাটোপে খাবি খাচ্ছে ভঙ্গুর শিরদাঁড়া,
চেরা কন্ঠনালীতে দলা পাকায় অবক্ষয়ের চিহ্ন,
অন্তঃস্থ আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে আছড়ে পড়ে চার দেয়ালে……..
অব্যবহৃত অনুর্বর মন জমিনে বিবর্ণ ছোপ,
সাদা পাতার বিষাদ ছুঁয়েছে পাললিক মন,
যদিও স্বরলিপি লেখা ছিল কোনো এক রঙিন বসন্তে,
ভাসমান পালকের ভরে ছিল নিবিড় সন্তরণ,
ব্যাকরণের শব্দের অলিন্দে ছিল নিরলস মধুক্ষরণ…….
বহু যোজন দূরে সরে আছে জোছনা,
এখন তো অমানিশার আঁধারের ঘোর দৌরাত্ম্য,
জোয়ার ভাটার বিস্তর উথালপাথালের ফারাক,
অবরুদ্ধ মোড়কে নীরবে রয়ে যায় অনুচ্চারিত মনকথা………….