সেই চুক্তিপত্রটা খুঁজছি!
যেখানে ঈশ্বরের সঙ্গে মেয়েদের চুক্তি হয়েছিল।
ঐ চুক্তিপত্রে নাকি লেখা আছে
মেয়েদের কি কি কাজ করতে হবে,
আশ্চর্য ব্যাপার হলো মেয়েরাই জানে না
ঐ চুক্তিপত্রের বিন্দু বিসর্গ।
আসলে চুক্তি স্বাক্ষর হওয়ার পরে যখন
মেয়েদের পৃথিবীতে পাঠান,
তখন ঐ চুক্তিপত্রটা সঙ্গে করে পাঠাতেই ভুলে গেছেন ঈশ্বর।
তাই তো তিনি একপ্রকার বাধ্য হয়েই
ছেলেদের হাতে করে পাঠিয়ে দিয়েছেন।
তাই মেয়েদের থেকে ছেলেরা খুব ভালো করে
মুখস্থ করে ফেলেছে ঐ চুক্তিপত্রটা।
শুধু একবার জিজ্ঞাসা করে দেখো ঠিক কোন কোন
কাজ গুলো মেয়েদের!
ওরা ঝর ঝর করে বলে দেবে।
এই যেমন..বাসন মাজা,কাপড় কাচা,ঘর পরিষ্কার করা,
রান্না করা, বাড়ির সকলের মুখের কাছে সব কিছু জোগাড় দেওয়া ইত্যাদি।
এই কারণেই তো ওরা কথায় কথায় মনে করিয়ে দেয়।
আরও অনেক কিছু লেখা আছে,যেমন আত্মসম্মান বোধ থাকলে চলবে না যতই অপমান করা হোক না কেন মুখ বুজে সব সহ্য করতে হবে।
প্রতিবাদ করা চলবে না
অন্যথায় মনে করিয়ে দেবে মাথার ওপর যে ছাদটা আছে
সেখানেও তার কোনো অধিকার নেই।
তাই খুঁজছি ,সেই চুক্তিপত্রটা কোথায়!
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???