মাঝে মাঝে ভীষণ চেঁচিয়ে উঠি আমি
স্বপ্নে জাগরণে আর আমাকে ব্যাকুল প্রশ্ন করে প্রিয়তমা-
‘কবি, তুমি এমন চিৎকার করো কেন
বেলা-অবেলায়?’
তাজা রক্ত দেখলেই আমার এমন হয়, এত
রক্ত আর নেকড়ের দাঁত আমি দেখেছি স্বদেশে
আমার ভেতরকার কেউ
প্রবল চিৎকারে আজ ফেটে পড়তে চায়।
মাঝে মাঝে ভীষণ চেঁচিয়ে উঠি আমি
স্বপ্নে জাগরণে আর আমাকে ব্যাকুল প্রশ্ন করে প্রিয়তমা-
‘কবি, তুমি এমন চিৎকার করো কেন
বেলা-অবেলায়?’
তাজা রক্ত দেখলেই আমার এমন হয়, এত
রক্ত আর নেকড়ের দাঁত আমি দেখেছি স্বদেশে
আমার ভেতরকার কেউ
প্রবল চিৎকারে আজ ফেটে পড়তে চায়।
Powered by WordPress