বৈষম্যের প্রাকারে ওই যে শাণিত চিল
ছোঁ মেরে তুলে নিতে চায় আমার স্বরাজ।
স্বরাজের পাগল-ছাগল আদলখানি পাখিটির মনে
এঁকেছে সভ্যতার নগ্ন প্রতিভাস।
মানুষগুলো হয়তো সহজলভ্য মাছ পথে-ঘাটে বাজারে
এত এত সস্তায় বিকিকিনি করা তার স্বপ্নেও
ছিল না কোনোদিন!
স্বরাজের শত্রুরা ওঁৎ পেতে দরমার বেড়াটার
কাছে আশেপাশে,
আরো শত শত চিল এক্ষুণি আসবে ছুটে
হুঁশের বিপন্ন আভাস।