ছেড়ে যদি যাবেই চলে, আসবে নাকো আর,
তোমায় ভালোবাসার দিনে সে ছিল শঙ্কার।
আসলে যেদিন আঁধার রাতে, নিদ্রাবিহীন আঁখির পাতে,
স্বপ্নমেদুর রাতপ্রভাতে, নামলো অন্ধকার।
তোমার কেশের মধুর বেশে, ভাসাই ভেলা যেদিন প্রাতে,
প্রভাত বেলায় নামলো আঁধার,দিগন্ত ওপার।
বাদল মেঘের ঘনঘটায় ঢাকলো চারিধার।
দেখা দিয়ে কোথায় গেলে, সিক্ত আঁখি সময় পেলে,
নয়ন বারি দিয়ে চরণ মুছতো বারে বার,
আঁখির জলের ধারাপাতে, তোমার পূজা নিশীথরাতে
ক্লান্তি বিহীন অঞ্জলিতে সারবো গো এবার।
দেখবে চেয়ে জগত জনে, কেমন পূজি আপনমনে
আমার প্রিয়তমের পানে, এ বিশ্ব মাঝার।
হে বন্ধু মোর, প্রাণের প্রিয়জন,
আসবে তুমি ভাসবো আমি, হাসবে নীল গগন।
আঁখির তারা খুঁজবে তোমায় সন্ধ্যাতারার দেশে,
দিও দেখা পরাণ সখা, তোমার মোহন বেশে।
জানি আমি জীবনস্বামী তোমার দেখা পেলে আমি
তোমার প্রেমে ধন্য হব জীবনসুধায় মিশে।
এই তো পুরষ্কার,
এই জীবনে চলার পথে হোক সে অঙ্গীকার।
আমার পূজা করব আমি, ডাকবো তোমায় আপনমানি,
জীবন পুরের সাথী আমার অশ্রুবেদনার।
যেদিন আমি তোমার গলে পরিয়ে দেবো হার,
আপন করে বাঁধবো দূরে যাবে নাকো আর,
পূজা আমার সাঙ্গ হবে জীবন দেবতার
চাই সে অধিকার, প্রভু, চাই সে অধিকার।