ক্ষণজন্মা বিদ্রোহী তুমি সুরের ভুবনে বুলবুল,
বাংলা মায়ের কৃতি সন্তান হে কবি নজরুল।
বৃটিশ শোষণে সোচ্চার হয়ে সজোরে করেছো চিৎকার,
আকাশ বাতাস কেঁপে উঠেছিল স্তব্ধ হয়েছে কারাগার।
নারী নিপীড়নে কেঁদেছে হৃদয় গেয়েছো সাম্যের গান,
লেখনীতে তুমি ঘুছাতে চেয়েছো নারী পুরুষের ব্যবধান।
প্রেম অনুভবে উদাসী কবি হয়ে গেছো বিহ্বল,
আজো ঝংকার তুলে যে তোমার সুর-ছন্দ
শতদল।
প্রিয়ার খোঁপাটি কল্পনাতে সাজালে তারার ফুলে,
মধুর বাশরী বাজালে যখন হৃদয় উঠেছে দুলে।
বিঘ্ন, বিপদ শঙ্কার মাঝে ছিলে তুমি অবিচল
মিথ্যাচারের প্রতিবাদী হয়ে জাগালে তরুণ দল।
আপন মহিমা তোমায় করেছে চির ভাস্বর অম্লান,
রুদ্ধ কক্ষে গেয়েছো হে কবি শিকল ভাঙার গান।
প্রেমের কবি,সাম্যের কবি নি্র্ভীক তুমি বীর
নক্ষত্র সম চির জাগরুক চির উন্নত শির।