প্রেম-প্রণয়ে পেট ভরে না
বহুল প্রচারিত-
জানা তথ্যেও মানুষের বোধদয় হয়না।
এখনও লেকে-পার্কে কিংবা আড়াল-আবডালে প্রেমে মগ্ন মানবতা।
বিজ্ঞানীরা বলেন এটা কিছুই নয়
জৈবিক হরমোন ক্ষরণের ফলাফল।
কিন্তু গূঢ় তথ্যের বাইরেও কিছু তাজ্জব-
ব্যাপার ঘটে, দেখেছিও বটে,
একে অপরের জন্যে প্রাণ দেয়,সর্বস্ব ত্যাগ করে।
স্বামী- স্ত্রী, মা সন্তান, বন্ধুত্ব –
যেন একে অপরের জন্যেই জন্মায়।
যে যেমন করে সমীকরণ মেলায়,
আসল সত্য দুর্বার চিরন্তন আকর্ষণ।
আমার উপলব্ধি কেউ একা বাঁচতে পারে না
একান্ত প্রতিবেশী সবাই সবার।
সন্তান না হলে মা-বাবার খ্যাতি অর্জন সম্ভব নয়
নারী-পুরুষের মিলন না হলে সৃষ্টি ও বৈবাহিক কর্মহীন,
মদ্দ্যা কথা একটা নিয়মাবর্তিতা, একটা অনুশাসন।
তাই তো গান রচিত হয়,”মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি ….”।