কোনো কিছুই থাকবে নারে
শুধুই আমার আমার করা,
সন্ধ্যা হলেই ক্লান্ত দেহে
গাইবো মোরা জীবন ছড়া।
বিষয় আশয় মোহে আমরা
কেবল ছুটি সুখের পিছে,
নশ্বর জীবনে সব কিছুই
স্থায়ী নয় যে কেবল মিছে।
খালি হাতে এসে ভবে
ফিরে যাবো ফাঁকা হাতে,
তবু ডুবে লোভ লালসায়
মত্ত থাকি দিনে রাতে।
স্বার্থান্বেষী মানুষ সদা
আমার আমার করে চলে,
মারামারি ভাগাভাগি
বিষয় কথা সদাই বলে।
জীবন শেষে যখন যাবে
খালি হাতে সকল ছেড়ে,
বিষয় আশয় রইবে পড়ে
সঙ্গে কিছুই যাবে না রে।