চাহিদা পূরণ – পর্ব ১১
বাড়িতে ফিরে কলিং বেল বাজায় সুমেধা, শাশুড়ি মা এসে দরজা খুলে দেন। টিভি চলছে,জোজো নিজের মনে খেলছে, প্রতিদিনের মতো সোফায় গিয়ে বসে সুমেধা, আস্তে আস্তে বলে মাথাটা যেন ধরেছে, তৃণা দি একটু চা দাও। শাশুড়ি মা বলেন তোমার তৃণা দি আজ আসে নি, ফোন করে জানিয়েছিল আসতে পারবে না, আগামী কাল আসে কি সন্দেহ। সুমেধা অবাক হয়ে বলে সেকি কথা, গতকাল কিছু জানিয়ে যায় নিতো… শরীর খারাপ হয়েছে? নীশা দেবী: না শরীর খারাপ নয়, কাল রাতে তৃণার মেয়ে অ্যাসিড খেয়েছে , সুমেধা আঁতকে উঠে,ওমা সেকি কথা, কলেজে ফার্স্ট পড়ছিলোতো!পড়াশোনায় ভালো মেয়ে… নীশা দেবী:হ্যাঁ, তৃণাকে জিজ্ঞেস করলাম কি এমন হয়েছিল যে অ্যাসিড খেতে হলো? তৃণা একটু খাপছাড়া ভাবে যা জানালো, সম্ভবত কোন ছেলের প্রেমে পড়েছিল হয়তো বিয়ের কথা হয়েছিল সবার অগোচরে, তৃণা ছেলেটিকে চিনত, কাল হঠাৎ ছেলেটি অন্য মেয়ের সঙ্গে পালিয়ে যায় তারপরেই এই কান্ড, এখন হাসপাতালে। সুমেধা মোবাইলে তৃণা দিকে ডায়াল করে, ফোন ধরলে বলে তুমি চিন্তা করো না,সব ঠিক হয়ে যাবে, তৃণা (কেঁদে ফেলে ): এখন স্যালাইন চলছে, কাল ছেড়ে দেবে বৌদি। সুমেধা: ঠিক আছে কাল আমি যাব। তোমার মেয়েকে বোঝাতে চেষ্টা করবো। ফোনটা রেখে সুমেধা নীশা দেবীর দিকে তাকিয়ে বলেন মা কাল জোজোর স্কুলে মিটিং আছে, জোজোর স্কুল নেই, আজকের মতো একটু তাড়াতাড়ি বেরোবা। আজকের রান্না আমি করে নিচ্ছি, কাল তুমি সামলে নিও। নীশা দেবী: তরকারি আমি করে রেখেছি, তুমি বরং ভাত বসিয়ে দাও। সুমেধা : আচ্ছা, আমি এখনি চা করে আনি।চা বসাতে বসাতে তৃণাদির মেয়ের মুখটা মনে পড়ে, বড়ো মায়া ঐ মুখটাতে, এরকম হঠকারিতা করবার আগে মায়ের কথা ভাবলো না,কত কষ্ট করে মেয়ের পড়াশোনা চালাতে হয় তৃণাদিকে। চা করে শাশুড়ি মাকে দিয়ে, নিজের ঘরে আসে সুমেধা,বসের ফোনে ম্যাসেজ করে সুমেধা,স্যার কাল ছেলের স্কুলে মিটিং পৌঁছতে একটু দেরি হবে।বস রিপ্লাই দেন কাল একবার নিউটনের গুপ্তাজির অফিসে যাও, ওরা নতুন কিছু প্রোপোজাল দিচ্ছেন, আমি অনডিউটি করে দেবো, তোমার বন্ধু বোধহয় এই সপ্তাহে থাকবেন অফিসে তুমি গেলে আমাদের কম্পানির পক্ষে সুবিধাজনক হবে। সুমেধা রিপ্লাই দেয়: ওকে স্যার। পাঁচ মিনিট পর তদ্ভবের ম্যাসেজ রাগ করো না, কালকের অফিসে আসার জন্য গুপ্তাজি ডেকেছেন, আমি নই… সুমেধার হঠাৎ মনে হয় তদ্ভবের সঙ্গে খারাপ ব্যবহার করলে যদি ও শহর ছেড়ে আগের মতই চলে যায় বা অন্য কিছু ঘটিয়ে বসে, তখন সবথেকে খারাপ ওর নিজের লাগবে। সুমেধা একটা স্মাইলি রিপ্লাই দিয়ে টাইপ করে খুব রেগে আছি, ঠিক আগের মতই,টাইপ করেই মুছতে যাবে কিন্তু তদ্ভব রিড করে ফেলেছে, অগত্যা নেট অফ করে দেয়।