বর্ষা এলে মাঠ জলে দুখে গলে চাষি,
জমি চষে খুব কষে মুখে রসে হাসি।
চ্যাট চ্যাটে কাঁদা ঘেঁটে যায় হেঁটে মাঠে
মনে থাক দুঃখ ঝাঁক নেয় শাক বাটে।
ভুলে দুখ খুশি মুখ ভরা বুক আশ
চাষি খাটে মাঠে ঘাটে শ্রমে চাটে শ্বাস।
স্বপ্ন রাশ মনে বাস যাবে রাশ দুখ
দ্রুত গতি ধায় অতি মাঠ প্রতি রোখ।
বারো মাস করে চাষ রাশ রাশ ধান,
যায় খেটে কাঁদা ঘেঁটে ফেটে পড়ে মান।
বন্যা আসে মাঠ ভাসে চাষি হাসে তায়,
ক্লান্তি হরা পূর্ণঘড়া মনোহরা বায়।
কাঁদা জলে থাকে বলে গীত চলে রোজ,
চাষি ভাই আছে তাই সবে পাই ভোজ।
শ্রম ভরে দেশ গড়ে সবে করে সুখী,
চাষি ভাই বলো তাই কেন ছাই দুখী।
বন্যা আসে মাঠ ভাসে চাষ বাসে বাঁধা,
চাষি কাঁদে দুখ ফাঁদে মন বাঁধে সাধা।
মাঠে ধান পায় মান সুখ বান বুকে,
মাঠ হাসে চাষি ভাসে ভাত রাশে মুখে।