নিদাঘ আতপে দাবদাহ জ্বালা
ফুটিফাটা জমি মাঠ ঝলসায় ফসল,
চাষির মাথায় হাত কি হবে উপায়,
বৃষ্টি বিনে নষ্ট চাষ সংসার অচল।
আকালের রূপ রেখা হাহাকার রব
মেঘহীন আকাশ তীব্র ভানু কর,
প্রকৃতির তরুলতা অতিশয় ম্লান
পিপাসার্ত জীবকুল রুক্ষ চরাচর।
নদী নালা শুকিয়ে হয়েছে শীর্ণকায়
জলাভাবে হা-হুতাশ করে যাপন,
জীমূতের নেই দেখা খা খা রৌদ্র তাপ
লু বহে অনিবার ওষ্ঠাগত প্রাণ।
কৃষকেরা দেশের হয় অন্নদাতা
রোদে পুড়ে জলে ভিজে ফসল ফলায়,
কতনা কষ্ট করে সারা দিনমান
ফসল নষ্ট হলে লোকসান তায়।
ঋণের বোঝার ভারে জর্জরিত মন
মহাজনের ধার শোধ করবে কেমনে,
অনাহারে কাটাতে হবে সারাটা বছর
জমি পাশে বসে চাষির ভাবনা মননে।