ঝাঁপিয়ে পড়ে সুপারম্যান চেঙ্গিঁস খাঁ
বিপদের সন্ধিক্ষণে। আস্তিনে লোহার বিম
ছিনিয়ে নেয় লক্ষ চোখ ।টলিউড, হলিউড
বা বলিউড ড্রইং রুমের
আরাম-কেতায় মিষ্টি জলে গুলে
খাওয়ায় সেঁকো বিষ ।
পাকস্থলী হজম করে সবটুকুই নির্নিমেষে।
তাতার-বংশীয় বিজ্ঞান
ভিডিও-কেবলের রমণীয় সায়ংকালে
একক প্রতিভূ । নানা বর্ণছটার স্বাদটুকু
শিরা-উপশিরা ছেঁকে নেয় বিস্মিত সোহাগে ।
এলএসডি, ভ্যাট -৬৯ বা কালিমার্কায়
বুঁদ সারি সারি ঘণ্টার মার্চপাস্ট,
লেফট-রাইট, রাইট-লেফট,লেফট-রাইট
অবশের মহাপ্রসাদ!
দীনতা পরোয়া করে না ইন্তেকাল,
বেঁচে থাকি বাঁচার জন্য চালুনির জালে ।