রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া খতিয়ান,
ব্যাঙ্কের টাকা উড়ন্ত যান!
দৈনিক একশো কোটি জালিয়াতি,
জ্বালাবো নাকি এবার মোমবাতি?
জনগণের কষ্টার্জিত গচ্ছিত টাকা,
ক্রমাগত হচ্ছে যে ফাঁকা!
করছে ফাঁক একদল লুটেরা,
কারা পাচ্ছে এথেকে বখরা?
ব্যাঙ্কে জ্বলে যদি লালবাতি,
হবে শুধু আমাদেরই ক্ষতি,
যারা করে এর দেখভাল,
তাদের খুব চওড়া কপাল!
জাগো ত্বরা হে জনগণ,
লুট হচ্ছে তোমারই ধন,
অবিলম্বে স্থির কর মন,
করতে ভীষণ আন্দোলন।