তোমার যদি থাকে ক্ষমতা
নেই তবে দরকার কোনই যোগ্যতা
দাও আমায় কিছু টাকা
এই নাও; ঘুরে গেছে তোমার ভাগ্যের চাকা
কি…? কি বলেন মহারাজ..!
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ; ভাই হ্যাঁ.., আমি যে বড়ই ধান্দাবাজ।
তোমরা দেখেছো আমার শক্তি
তাই করেছো আমায় ভক্তি
তোমাদেরও চাকরিটা হলো
আমারও পকেটটা ভরলো
কিন্তু….. যোগ্যতার বিষয়..টা……..
টা……টা…………..
ওসব যোগ্যতা টোগ্যতা টা..টা…
যোগ্যতারা এখন টা..টা বাই ..বাই….
এখন আর যোগ্যতার আ..র কোন দরকার নাই
ওসব যোগ্যতা ফোগ্যতা দিয়ে কি হবে শুনি?
এইতো জয়েনিং লেটার; ধরো দিকিনি
আরে কাল থেকেই তো মোটা মোটা নোট গুণবেকুনি,
তখন কি মজা হবে বল দিকিনি
যাও যাও বাড়ি যাও
চান দান কইরে খেইয়ে দেইয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও
কিন্তু স্যা..র…..
ও..রে বাবা রে বাবা… কি হলো আবার..!
স্যার; যদি একটা কথা শোনেন আমার
স্যার; চাকরি তো আমি পেলাম
অফিসে সেও না হয় গেলাম
কিন্তু অফিসে গিয়ে আমি করবোটা কি..?
করবো কি মানে?
সবাই যা করে তাই করবি
আরে ওগুলো কি আমি পারি?
তাহলে সারাদিন বসে বসে বিকেলে বাড়ি ফিরে আসবি,
একজন সরকারি উচ্চপদস্থ আধিকারিকের চেয়ারে বসে
এই কথাটা আপনি বলতে পারলেন স্যার..?
বলতে পারলাম মানে? বলতেই হবে আমাকে।
এরকম একটি মর্যাদা সম্পন্ন চেয়ারে
বসে আছি বলেই তো এই কথাগুলি বলতে পারছি।
দেখিস বাপ ধন আমার
চাকরিটা যখন পয়সা দিয়ে কিনেছিস
চাকরিটা করিস কিন্তু….
দেখিস এ জীবনে আর তোর টাকা পয়সার কোন অভাব হবে না
আমি যদি এই কাজ করি তবে
দেশ; সমাজ; জাতি ও প্রজন্মের খুব বড় ক্ষতি হবে
চাকরি তো পেয়েই গেছিস; এখন আর ওসব কি হবে ভেবে?
না স্যার, আমি অমন অন্যায় কাজ করব না
আমাকে মাফ করবেন,চাকরিটা আমি করতে পারছি না
ওরে তুই তো তোর যোগ্যতায় চাকরি পাবি না…
না পাই না পাব, প্রয়োজনে মাটি কেটে খাব
তবুও দেশের এত বড় ক্ষতি করতে পারবো না
স্যার আমার টাকাটা ফেরত দিন
কি বললি..? কোথায় ছিলি বাপজান এতদিন..?
পয়সা ফেরৎ হবে না
চাকরিও ফেরৎ হবে না
চাকরি তোমাকে করতেই হবে।
আমার মত লোক চাকরি করলে দেশটা যাবে রসাতলে
ওরে তোর মত ক্যাবলা কান্তকে নিয়ে মরলাম রে….
এখন কি হবে বল দেখি এত সব লোকে জানাজানি হলে ?
“আমি চলে যাব স্যার
আমি এক্ষুনি যাব চলে, বিন
আমার ঘুষের টাকাটা ফেরত দিলে”
হায়রে হায় তুই আমারে মারলি রে
কি করতে যে আমি ধরতে গেলাম তোরে.?