চাঁদ পাহাড়ের মজার গল্পে
দারুণ খুশি ভোলা,
ঠাকুরমায়ের কাছে আছে
মস্ত গল্পের ঝোলা।
হরেক রঙের নুড়ি পাথর
চাঁদের দেশে আছে,
শুনেই সেথা যাবার তরে
ভোলার মনটা নাচে।
হীরে চুণীর মতোই নাকি
চাঁদ পাথরের ঝলক,
ভোলার চোখে ঘুম আসেনা
ফেলতে ভুলে পলক।
স্বপ্ন সাজে চোখের পাতায়
গেছে চাঁদের পাহাড়!
চমকে পিলে খুশির ঝিলে
দেখে পাথর বাহার!
রঙ বেরঙের নুড়ি পাথর
পকেট বোঝাই করে,
ছোট্ট বোনকে নুড়ি পাথরে
দেবে পুতুল গড়ে।
রবি মামা দিলে হামা
মা যে এসে ডাকে,
ভোলা দেখে পাথর তো নেই
স্বপ্ন ছিলো ফাঁকে।