ঐ চাঁদ টা,যে কথা দিয়েছিল আমায়
কোনদিন আমাকে ছেড়ে যাবে না..!
কই ! ও তো ওর কথা রাখেনি !
আমাকে তো দিব্যি ভুলে আছে…!
তারপর হঠাৎ একদিন এসে বলবে ,
” তোমার চারপাশে শুধু মেঘেরা ঘুরে বেড়ালে
আসি কেমন করে বলো…”।
মিথ্যুক একটা! কে চায় মেঘেদের আশে – পাশে দেখতে..!
আমার একদম ভালো লাগে না মেঘেদের সাথে গল্প করতে!
আমি তো শুধু ঐ চাঁদকেই চাই ,
ওর সাথে গল্প করে সারারাত কাটিয়ে দিতে চাই।
চাঁদ তো বলেই ছিল,ও আমার প্রিয় বন্ধু হয়ে থাকবে সারাজীবন।
যখনই খুব কষ্ট হবে তখন ঠিক আমার সামনে এসে হাজির হবে!
আমার সাথে গল্প করে সব কষ্ট ভুলিয়ে দেবে..!
কই চাঁদ তো এলো না!
ও কি বুঝতে পারেনি আমার কষ্টের কথা!
তবে যে তোমরা বলো, বন্ধুর অন্তরের ডাক একমাত্র প্রিয় বন্ধুই শুনতে পায়!
চাঁদ কেন শুনতে পেল না আমার অন্তরের ডাক!
কেন এত লুকোচুরি..!
ও কি পারবে না ; মেঘেদের সরিয়ে দিয়ে আমার কাছে আসতে…!
কত কথা জমে আছে কখন বলবো…!
আবার তো চলে যাবে এক পক্ষ কালের জন্য।
আর আমি অপেক্ষা করবো একপক্ষ কাল ধরে
চাঁদের ফিরে আসার ।