চাঁদের আকাশে সূর্যোদয় দেখবো বলে
হিমাঙ্কের হিমালয় হূলে প্রজ্ঞান নিদ্রায় আছি ।
বহুগামী যুদ্ধের লিবারাল পুঁজ মেখে
আমি বড় অর্বাচীন বোকা হয়ে গেছি ।
দলছুট পিঁপড়ের পায়ে পায়ে শূন্য ব্রহ্মান্ড ঘোরে
আমি তার কণামাত্র অসহায় আগুনে পুড়েছি ।
ব্যাধবৃত্তে কেন্নো কুঁকড়ে যাওয়া
উলঙ্গ মানবী মুদ্রা দেখেছো ?
কিংবা অসম মানচিত্রে এক ক্ষেত ক্ষুধা পেটে
ভেঙে পড়া পরিযায়ী সেতুর শরীর ?
এ কোনও মাদাম মোমের কাঁধে হাত রেখে
মুখ নিরপেক্ষ ছবি তোলা নয় ।
কবিতার ইস্তাহারে শান দেওয়া
আধুনিক এপিকের শব্দ ব্যারিকেড ।