দেমাকি চাঁদের আলো ছড়ালে আকাশে
ম্লান হয়ে যায় তারা,
মোহিনী মায়ায় ভরে মিঠে হাসি ঝরে
উথলে জোছনা ধারা।
বিভোর আবেশ মেখে মন তাঁকে দেখে
রচে চলে কাব্য কত,
স্নিগ্ধ আলোর রাশি দেয় ক্লান্ত নাশি
মুগ্ধতা ছড়ায় যত।
বিটপের শাখে শাখে বিহগেরা ডাকে
সাথীরে মিলন লাগি,
প্রেমিক প্রেমিকা গানে সুর ছন্দে তানে
কাটায় বাসর জাগি।
শিমুল পলাশে হাসে পানকৌড়ি ভাসে
জলে প্রতিবিম্ব দেখি,
কবি এক মগ্নমনে কলমের সনে
চুপচাপ যায় লেখি।
বুঝি কবি ভাবে মনে চাঁদ অকারনে
অহঙ্কার নাহি ছাড়ে,
এই যে বিরাট বিশ্ব স্রষ্টা ছাড়া নিঃস্ব
পলকে ধ্বংসিতে পারে।
ভালোবাসে সবে চাঁদে মায়া ডোরে বাঁধে
অনুভবে প্রেম আসে,
অহংকার করো নাকো প্রীতি ভাবে থাকো
ঢেলে দাও প্রেম রাশে।