চল যাবি
ঐ যেখানে আকাশ মেশে মাঠে,
সুখ দুঃখের কথা বলে,
পৌঁছাতে চাই যখন সেথায়
দুটি যেন পৃথক হয়ে যায়।
চল যাবি
স্বপ্নপুরে, যেখানে হরেকরকম স্বপ্ন বোনে
নেই কোনো ব্যবধান,
সবাই থাকে মনের খেয়ালে
আনন্দে খুশীতে থাকে মাতোয়ারা হয়ে।
আয় তবে
হাত দুটি হাতে রেখে
প্রতিকূলতার সব বাধা পেরিয়ে
স্বপ্ন তবে সত্যি করি,
আর সব থাক পড়ে।