ইচ্ছে তো করে
হঠাৎ করে,
অচেনা শহরে
হারাতে আঁধারে,
ডুব সমুদ্দুরে।
ইচ্ছে তো করে,
ডানা মেলে উড়ে,
নীল আকাশ জুড়ে
হতে ভবঘুরে।
ইচ্ছেও করে
ভরসার হাত,
হাঁটি সারা রাত,
আস্থায় সাথ।
মাতামাতি জুড়ে
মন ফুরফুরে,
যাই আরো ভেসে,
আগাছায় ফেঁসে
মোহনায় এসে।
ইচ্ছে তো করে
বাঁচি অক্লেশে
খুব ভালোবেসে।
তুমি তুমি মন,
তোলে আলোড়ন
জাগে শিহরণ।
যতদিন আছি
অনুভবে বাঁচি
চলো নদী হই
আঁকে বাঁকে রই
উত্তাল ঢেউ
জল থই থই।
” চলো নদী হই”