নদীর কাছে গেলে কেমন যেন হয়ে যাই।
যেন আরো বেশি বেশি নারী হয়ে যাই.. .নদীর তীরে বসে বয়ে চলা সময়ের কুলু কুলু ধ্বনি শুনি.. পাঠ করতে মন চায় নদীর তরঙ্গের ভাষা। তাই মন বলে চল জলকে যাই।
নদীর কাছে গেলেই আমি যেন কেমন হয়ে যাই।
আকাশ জুড়ে বৃষ্টি পড়লেই,
তাই কিসের টানে যেন ছুটে যাই.. গভীর থেকে গভীরতা খুঁজে পাই… জলের স্পর্শটুকু
সারা অঙ্গে মাখিয়ে যেন আমায় চলার পথে ছন্দ খুঁজে পাই। তাই জলের কাছে গেলেই আমি বেশি বেশি নারী হয়ে যাই।
দেখ আকাশ জুড়ে কেমন বৃষ্টি পড়ছে..চল না রে জলকে যাই। বৃষ্টি পায় পায় আমি তুই একটু ভিজি..”আয় বৃষ্টি ঝেঁপে জীবন দেব মেপে”…. বৃষ্টি তে ধুয়ে যাক যন্ত্রণা ,জুড়িয়ে দহন জ্বালা.. আকাশ মেঘে বৃষ্টি মাটি আর জল..আর শুধু তুই আর আমি… তখন আমি আরো বেশি বেশি নারী হয়ে যাই…।
তোর কাছে গেলে আমি……!!