আমি হারিয়ে যেতে চাই তোমার সাথে
ঐ রাঙ্গামাটির পথের বাঁকে!
যেখানে মেঘ পিয়ন এর হাতে ভালোবাসার চিঠি পাঠায় প্রকৃতি,
জল নুপুরের রিনিঝিনি মনকে মাতায়
বাদল মেঘের মাদলে মন উড়ান টানে অচিনপুরে—
যাব সেখানেই।
বৃষ্টিভেজা জুঁই বেলীর সুবাস মাখা বাতাস হয়ে
ছুঁয়ে যাব তোমাকে।
তোমার কলমের আখরহয়ে জড়িয়ে থাকবো তোমার কবিতায়
ভুলবে কেমনে?
পাহাড়ি ঝর্ণার উদ্দামতায় ভাসিয়ে দেবো নিজেকে
তোমার হাত ধরে!
কাজ ভোলানো সুরে ডাক দেবো তোমায়
ছিনিয়ে নেবতোমায় জাগতিক যাপন বৃত্ত থেকে,
আমার মন ভাসির দুনিয়ায়।
পদাবলীর আখর হয়ে জড়িয়ে রাখবো ভালোবাসায়।
মন বাউলের একতারার টানে ভেসে যাব দুজনে
মেঘের ভেলায় দিকশূন্যপুরের উদ্দেশ্যে।
হারাবো বলেই তো ঠিকানাহীন গন্তব্যে চলেছি—!