যে উন্নয়ন রীতিমত দৌড়ে যাচ্ছিল
আজ উন্নয়নের পায়ে বেড়ি পরানো-
চারিদিক থেকে নানান সমস্যা ব্যাধিগ্রস্ত করে তুলেছে
তারমধ্যে শিল্প, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি সব যেন অসুখের কবলে পড়েছে
কলকারখানা সব যেন তালি চাবি দেওয়া
প্রাকৃতিক রোষে সমস্ত উন্নয়ন হামাগুড়ি দিয়ে চলছিল
বর্তমানে ফাঁকফোকর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উন্নয়ন
ঘরে ঘরে অর্থনৈতিক সমস্যা
দৈনিক রোজগারে যাদের সংসার চলে,
সবার রোজগার বন্ধ!
ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়েরা হয় আত্মহত্যা করছে,
নতুবা যেন তেন প্রকারেন রোজগারের চেষ্টা করছে–
যারা স্বপ্নের জগতে ভাসছিল তারা ঘরের কোণে মুখ শুকিয়ে বসে আছে।
চাকরির কবে কত লেখা পরীক্ষা পাশ করে অপেক্ষা করছে যুবসমাজ
তারা ঠিক মত খেতে পারে না
ঘুমোতে পারে না
ওরা ভাবতে থাকে এই কিছু হবে!
যুব সমাজ সব ভয়ে মুখ ঘুরিয়ে আছে
আসলে গোড়ায় যে গলদ!
আগায় জল দিলে লাভ কোথায়!
সব ওপর মহল নিজের উন্নয়নের কথা ভাবে
সার্বিক জনসাধারণের কথা ভাবলে উন্নয়ন খুঁড়িয়ে চলত না!
রাজনৈতিক দলাদলিতে যে যার আখের গোছাতে ব্যস্ত
লঙ্কায় যেআসে সেই রাবন হয়ে যায়
হায়রে উন্নয়ন তো উন্নয়নের পথে চলা উচিত
এরজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
দেশকে বাঁচাতে হবে।