মহিলাদের বন্দিজীবন
কে বলেছে শুনি?
নারী পুরুষ সবই সমান
যুদ্ধে যাচ্ছে উনি।
নারী এখন বিয়ে দেন যে
সবার কিন্তু জানা
বোনে বোনে ফোঁটা দেবে
কারা করবে মানা!
সকল কাজে সফল নারী
চলো পাল্টাই বলে
যা খুশি তাই করছে তারা
মর্জিতে সব চলে।
মহিলাদের বন্দিজীবন
কে বলেছে শুনি?
নারী পুরুষ সবই সমান
যুদ্ধে যাচ্ছে উনি।
নারী এখন বিয়ে দেন যে
সবার কিন্তু জানা
বোনে বোনে ফোঁটা দেবে
কারা করবে মানা!
সকল কাজে সফল নারী
চলো পাল্টাই বলে
যা খুশি তাই করছে তারা
মর্জিতে সব চলে।