তুমি যদি থাকো ঠিক,
সাহসী নির্ভীক,
প্রতিবাদের পথ ছেড়ো না।
যতটুকু তুমি পারো
অসহায়ের সেবা করো
অন্যের সুযোগ কেড়ো না।
ভালো নয় দিনকাল,
সমস্যায় সব নাজেহাল
তবু বলি হাল ছেড়ো না।
ঝড়ে উড়ে যায় চালা,
ভেঙে যায় ডাল পালা,
সামলাও নিজে,পড়ে যেও না।
এভাবে চলে দিন,
ধনী আরও নেয় ঋণ,
খোঁড়ায় দেশ উদাসীন!
নেতা বলে সব আছি বেশ,
এর চেয়ে ভালো আশা করো না।