আমাকে কোন শূন্য নগরী এনে দাও
আমি এখানে থাকতে পারছি না
আমাকে মানব শূন্য একটা পৃথিবী এনে দাও
যেখানে মানুষ নেই,পশুরাই সেখানে মানুষ হয়ে ওঠে
এই নরখাদ্য জল্লাদের পৃথিবী থেকে আমাকে বিদায় দাও,
বিদায় দাও এখান থেকে
যেখানে শিক্ষিতরাই শিক্ষাকে ভাঙছে,
বিদায় দাও এমন জায়গা থেকে
যেখানে চেয়ারে বসেই চেয়ার ভাঙছে,
যেখানে ছেলের কোলেই মায়ের সম্ভম কাঁদছে
সৃষ্টিকারীর কাছে নষ্ট হয়ে যাচ্ছে স্রষ্টার সবটুকু
বিদায় চাই আমি
মুক্তি চাই আমি
নীতি – আদর্শ, সত্যের পথে চলার শাস্তি পেয়ে গেছি অনেক আগেই
এখন সব ছেড়ে চলে যেতে চাই
আমাকে কোন শূন্য নগরী এনে দাও;
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই
আমি চলে যেতে চাই।