চৌষট্টি বার মাধ্যমিক ফেল
তবু গাঁয়ের নেতা,
কথায় বার্তায় হামবড়া ভাব
এমনতরো কেতা।
পেটে বিদ্যে নেইতো মোটে
ভুসি উদর পূর্তি,
পাড়ার মোড়ে আড্ডা মারে
চলে কেবল ফুর্তি।
গায়ের জোরে মগের মুলুক
দাপিয়ে যায় পাড়া,
শাগরেদ সবে তোষামদে
জয়োল্লাসের নাড়া।
উচ্চারণে দাঁতটি ভাঙে
লজ্জা নেইকো তাতে,
ভুলের খেলায় মেতে ওঠে
মানুষ এমন ধাতে।
অন্যায় করেই পয়সা কামায়
ধরে বিজয় হাসি,
জনতার ধন লুটছে দেখো
পরবে গলায় ফাঁসি।
মুখে তালা ধরে আমলা
টাকা পয়সা পেয়ে,
দাপটে তাই লুটছে দেখো
ফেলবাবুরা ধেয়ে।