মাথাগুলো ঘুরে চলে সময়ের দোলনায়
পড়ন্ত বিকেলে গরু ঘাস খায়,
হীমেল বাতাস তার ফাগুনের সূর কয়।
লোকালয় প্রান্তর জনবহুল অন্তর;
রেলের চাকার সাথে আওয়াজের মহড়ায়
আগামীর অগ্রসর।
বৈদ্যুতিক তার সম্পর্কের পরিপূরক এক প্রশস্ত সড়ক
বাক্সবন্দী চলমান যাত্রীরা গন্তব্যের সুতো টাঙ্গায়
সরে যায় বিকেলের রোদ;
রোদের মরীচিকা দেখা দেয় রোজ।
তালগাছ সাক্ষী থাকে নিঃস্ব মাঠের ‘পরে ঘুমিয়ে পড়া অন্ধকারের
অন্ধকার গুনছে প্রহর প্রভাতের অপেক্ষায়,
প্রতীক্ষার অবসানে দূরত্বের পরিশেষে আসবে ভোর
গন্তব্যের পদার্পণে দেখব দিবস আছে লোকালয়ে।