কেউ ধমকায়,
কেউ চমকায়,
কেউ মেরে ফেলতে চায়।
মরলে পরে
কেউ করবে না হায় হায়।
কেউ ভালবাসতে চায়
কেউ জ্বলে পুড়ে মরে
হিংসায়।
কেউ আমাকে চায়
কেউ আমাকে পায়,
কেউ লোভ দেখায়,
আর কেউ কিনে নিতে চায়,
যদি না পায়,
কেউ ধমকায়
কেউ চমকায়।
কেউ ধমকায়,
কেউ চমকায়,
কেউ মেরে ফেলতে চায়।
মরলে পরে
কেউ করবে না হায় হায়।
কেউ ভালবাসতে চায়
কেউ জ্বলে পুড়ে মরে
হিংসায়।
কেউ আমাকে চায়
কেউ আমাকে পায়,
কেউ লোভ দেখায়,
আর কেউ কিনে নিতে চায়,
যদি না পায়,
কেউ ধমকায়
কেউ চমকায়।