রকেট ছুঁলো চাঁদের মাটি
চন্দ্রযান তিন’এর সৌষম্য খাঁটি।
বিক্রম গেলো বেগে দ্রুত,
ভারতবাসী খুশিতে আপ্লুত।
মিলেছে আগেই জলের সন্ধান,
বাসযোগ্য কিনা হয় অভিযান।
বিজ্ঞানীরা চেষ্টা চালায়
চাঁদে বসতি যদি গড়া যায়।
রকেট ছুঁলো চাঁদের মাটি
চন্দ্রযান তিন’এর সৌষম্য খাঁটি।
বিক্রম গেলো বেগে দ্রুত,
ভারতবাসী খুশিতে আপ্লুত।
মিলেছে আগেই জলের সন্ধান,
বাসযোগ্য কিনা হয় অভিযান।
বিজ্ঞানীরা চেষ্টা চালায়
চাঁদে বসতি যদি গড়া যায়।