মেমসাহেবের সাথে বেশ কিছুক্ষণ বারান্দায়
নিবিড় ঘন এলো চুলে ছিল সাথে সন্ধ্যায়।
মেমসাহেবও যেন আনমনা হল এই প্রথম
ফিরেই হাতে নিলাম ডাইরি ও কলম
নিস্তব্ধ গভীর নির্জন পাহাড়ী রাত
লোডশোডিং হয়ে গেলো হঠাৎ
নামল ঘুম জড়িয়ে চোখের পাতা
টের পেলাম তার মনের উদাসীনতা
দেখি,মেমসাহেব দাঁড়িয়ে জানলার কাছে
দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে
উঠে গিয়ে আমি তাকে স্পর্শ করলাম
আলিঙ্গনে দুজনেই হারিয়ে গেলাম।
সে বললে জানো চাঁদনী রাত ভীষণ ভয়ংকর
তার মুখখানা দু হাতে ধরে বললাম কি সুন্দর
হৃদয় জুড়ে মেখে নিলাম জ্যোৎস্না
বললাম এই আঁধারটুকু আজ থাকনা।
মেমসাহেব আছে আমার বুকে মাথা রেখে
চুম্বন দিলাম এঁকে তার গোলাপপাপড়ি ঠোঁটে
তার অলস এলো চুলের পরশে জাগে শিহরণ
সেই রাতেই হল আমার আকাশে চন্দ্রগ্রহণ।
সে রাতে আর আলো আসেনি
এমন স্নিগ্ধ ভোর আগে তো দেখিনি
ভোরে ঘুম ভেঙে দেখি কলম হাতে বিছানায়
রাতটা ছিল স্বপ্নিল অপূর্ব জ্যোৎস্নায়
গরম চা হাতে আজ একলা বারান্দায়
আমি তুমি উপন্যাসে ডায়েরির পাতায়।
উপন্যাসের নাম রাখব এবার
চন্দ্রগ্রহণ নিবিড়তায় আকাশে আমার।