ধানের ক্ষেতে চড়ুই পাখি
চড়ুইভাতি করে,
টিয়া পাখি মনের সুখে
বসে নদীর চরে।
শালিক দেখি ক্রিকেট খেলে
মারছে শুধু ছক্কা,
টুনটুনিটার বল লেগেছে
তাইতো পাখি অক্কা।
ময়ূরীর তো কর্কশ আওয়াজ
কেকা কেকা করে,
শালিক পাখি ভয় পেয়েছে
তাইতো ফেরে ঘরে।
শকুন কাঁদে গরুর শোকে
কখন পাবে মরা,
খাবার খোঁজে চিল শকুনের
উঁচু ডালে চড়া।
চড়ুইভাতি করে সবাই
ফেরে নীড়ের দিকে,
রবিমামা অস্ত চলে
আলো হচ্ছে ফিকে।