সোনালী ধান খিলখিল হাসে
মাঠে হিল্লোল তোলে,
গোধূলির রং সারা অঙ্গে
প্রকৃতি মার কোলে।
সায়াহ্নে ওই গোধূলির রং
রঙিন স্বপ্ন ভাসে,
মনের রাজা বাঁশি বাজায়
তমসাতে ত্রাসে।
আকাশের ওই অস্তরাগে
অপরূপা শোভা ,
ধীরে ধীরে আঁধার নামে
প্রকৃতি মা বোবা।
দিবস দেখি চাকার মতো
রোজই কেবল ঘোরে,
গোধূলির রং নিকষ কালো
আলো জ্বলে ভোরে।