একটি গোছানো গৃহিণী
তার অগোছালো বাক্সটাই
প্রতিদিন কত স্বপ্ন যত্নে রাখে
আবার ক্লান্তিতে
ছুড়ে ফেলে সব
নিত্য কাজের মধ্যেও
চলতে থাকে
গর্ভধারণ ও গর্ভপাত
এ যেন
আনন্দের মাঝে দুঃখ
আবার উল্টোটাও
কখনো সে
দেশলাই হাতে নিয়ে হতাশ
আবার চঞ্চল ডালে পলাশ ফুটলে
ফুলদানি জোগাড়ে ব্যস্ত