এই সময় কখনোই আসি নাই তাই—-
দুটি কথা তোমাদের মাঝে বলে যাই ভাই,
দেখিয়াছি ভোরের কোকিল ডাকিতেছে গাছের ডালে ডালে
সবুজের সমারোহে মনের আনন্দে মাতিয়াছি সবাই।
দিনগুলো অতীত হবে একদিন
এই ভিড়; এই সমাগম শেষে এই হৃদয়;—–
এই শরীর হবে সঙ্গিন।
কবিতার খাতা ফেলবো ছিঁড়ে আগামীকাল;
চেতনার বিফল উদঘট মেরু তট——–
করিছে বিস্তার যে মহাকাল সবই যে জাল——-
সবেতেই সবকিছু বিরাজ করিছে ভেজাল।
গ্রন্থের বাণীটুকু একদা অযথা স্মরণ করিয়াছিনু
হৃদয়ের কল্পনায় আমি তুমি————-;
চেতনায় কল্পনার স্বপ্নেরা পায়নি দীর্ঘায়ু।
পথে বোঝাই পাথর
ভাতে বোঝায় বোঝাই কাঁকর;
অসন্তোষ গাঢ় হয় ক্রমশ——-
প্রতিকূল কক্ষপথে ঘুরে যায় প্রহর।