ঘর উঠে পড়ে কোন সকালে
আমি উঠি তাড়াহুড়োতে
সূর্যের দেরিতে
ঘুমের শব্দে মনে হয় –
কাজ করে সবাই নিজের নিজের
ভাত হাঁড়িতে, আগুন কুঁড়োতে
আমি করি হিসাব, আরেকটু –
সংসারের বিরক্তি, অ শান্তির ঘুমেতে
কিছুক্ষন ঢেকে যায় পাখি, মা
রাস্তার কোলাহলের ভিড়
চিন্তার শরীর
আর, আমি তিক্ততায় উঠে ভাবি –
এ সংসার মনে হয় আমাকে মৃত হতে দেবে না!