ঘুম যেখানে পরীর নামে সম্বোধিত হয়
রূপকথার এই জগৎ জুড়ে সেই ঘুমেরই জয় ।
ঘুম যেখানে রাজার রাজা সুখের আর এক নাম
অসুখী সেই ঘুম নেই যার ঘুমের ভারী দাম ।
ঘুম আছে যার সুস্থ সবল সুস্বাস্থ্যের খনি
রুগ্ন মানুষ ঘুমের ফানুস ঘুমই নয়নমনি ।
ঘুম ঘুম চোখ চাঁদের পাহাড় কল্পলোকর রাত
ঘুমের ঘোরে স্বপ্ন আসে মেটায় মনের সাধ ।
সেই যে মানুষ ঘুমিয়ে থাকে তিন চার দিন ধরে
অভাব নিয়ে পেটের জ্বালায় উঠবে নতুন ভোরে ।
নিদ্রাবিহীন আর এক মানুষ জাগে সকল ক্ষণ
ঘুমের কথা ভুলেই গেছে স্বতঃস্ফূর্ত মন ।
জায়গা জমি বিষয় আশয় সম্পদেরই মেলা
ঘুম আসে না চোখের পাতায় কাটে অলস বেলা ।
ওষুধ খেয়ে ঘুমোয় যারা সুস্থ তারা নয়
সঠিক শ্রমে ভাগ্য গুনে মুক্তি বরাভয় ।
মুক্তি হল সেই শব্দ ঘুম থাকে যার চোখে
পবিত্র মন বরাভরণ দুঃখ তাপে শোকে ।
যত পারো ঘুমিয়ে থাকো চিন্তার অবসান
ঠান্ডা মাথার সিদ্ধান্তে সৃষ্টির জয়গান ।