দরজা জানালা বন্ধ থাকলে আমাদের ঘরটাকে
চোখ বুজে আছে বলে মনে হয়
মন হয় আলো বাতাসেরাও আড়ি আড়ি খেলে
তোমাদেরও কি একই রকম মনে হয় ?
বুঝিনা আলো আর অন্ধকারের সাথে
হাওয়া-বাতাসের সম্পর্কের কোন গোপন
বোঝাপড়া আছে কিনা
যেমন বুঝিনা জীবনের সাথে স্বপ্ন দেখার মানে
তোমরা কি এখনও ভাবো তোমাদের স্বপ্ন শেষে
নিশ্চয়তায় ভরে যাবে মন প্রাণ
বধির সময় গেয়ে যাবে সুখ- গান
জীবনের অমোঘ ঘরানায় ?
এই কষ্টের পৃথিবীতে আমাদের আমি ছাড়া
আমাদের হারাবার আর অন্য কোনও কিছু নেই
হাতে করে মুখে খাই
ইচ্ছে হলে হাসি ও হাসাই
ভুলে থাকি কি আছে কি নাই
আর দুচোখ ভরে স্বপ্ন দেখে যাই
অথচ সেই স্বপ্ন শেষের অপেক্ষা শেষে
ফিরে তাকিয়েছি বহুবার
মোহময় স্বপ্নের অরূপ দৃশ্যগুলো হারিয়ে গেছে
সে কোন নিমেষে কে জানে কোথায়
তার কোনও কিছুরই চিহ্নের লেশ মাত্র নেই কোথাও
হাজার খুঁজেও যায়নি পাওয়া কোনদিন
কেবল একটা ভীষণ মনখারাপ মুহূর্ত
ছুটতে ছুটতে সামনে এসে দাঁড়িয়েছে
আর একটা গভীর অনিশ্চয়তার দুর্যোগে
অসম্ভব ভরে গেছে আমাদের অগোছালো সংসার
তখনও চোখ বুজে আছে বলেই মনে হয়েছে আমাদের সেই ঘর
তবুও স্বপ্ন দেখে যাওয়া আজীবন ।