কত আশা~ভালোবাসা নিয়ে
কী ফল লভিনু হায়
মহা সন্ধিক্ষণে।
কুমারী পাহাড় বুকে
উৎস স্রোত হতে
যে নদী বয়ে যায় অতল সলিলে
তাকে ভালোবাসা বলে।
নদী পথে পথ-ঘাট
শ্যামল ছায়াতে
খেলা করে দুটি মন
সোহাগ-ছোঁয়াতে।
একে তুমি প্রেম বলো
মূর্ত হয়ে ওঠে
ভালোবাসা নীড় বাঁধে
পাখির আলয়ে।