আরো একটা ‘গ্ৰাম’ খুঁজে পেয়েছি,
সবুজের শান্ত-বাতাস, সহজিয়া-সরল
কীভাবে খুঁজে পেয়েছি?
যেভাবে খুঁজেছি বুড়ো বটের ছায়ায়
আমার পুরনো গাঁয়ের ‘ঘরে ফেরার গান’।
আরো একটা ‘ঘর’ খুঁজে পেয়েছি।
কিভাবে পেলাম?
সেখান থেকে নিজের ঘরে ফিরতে হবে বলে আজ মনখারাপ!
আরো একটা মা খুঁজে পেয়েছি।
কীভাবে পেলাম?
মায়ের মতো কেউকে ‘কাকিমা’ বলতে জীভ নাকোচ করছিল বোধহয়,
আপনি থেকে তুমি’র কাছে উঠে আসতে চাইছিল বারবার!
একটা দিদি পেলাম যেন মাথার উপর,
কীভাবে বুঝলাম? পেয়েছি ঠিকই–
কিন্তু বুঝিনি,
কারন আমার আগে কোনো দিদি ছিলো না!
একটা বন্ধু পেলাম পাশে।
কীভাবে পেলাম?
একটা বন্ধু পেলাম পাশে আছে,
যেভাবে কেউ কোনোদিন ছিলো না!