যেভাবে বিভীষণ এসে দাঁড়ায় পথজুড়ে আমার পথে,
তখন হারাই নিজস্বতা এক মহাজোটে ।
জোটের সাথে সখ্যতা মেনে সেই জোটকে আমি
করেই ফেলি কুর্নিশ,
দশদিকে তমসা সহসা বল্লম উঁচিয়ে ঘেরে
ভয়ানক বধ্যভূমি।
তখন পালাই কোথায় প্রভু? কোথায় পালাই?
চারপাশেই শুনি কেউটের হিসহিস হিসহিস হিসহিস !
তবুও বিভীষণ আগলে রাখে বিস্তৃত রাজপথ ,
ছাদে দাঁড়ানো দশাননের সবকটি চোখেই
ভায়ের মূর্খামি তখন খুব খুব প্রোজ্জ্বল-
তাবলে ভয়ের সঙ্গে সহবাসে জন্ম নেয় নি
অনড় অবিশ্বাস কোনমতে !