এখনই নামিবে বরষা
নেই কোনো ভরসা;
মেঘে ঢাকা আকাশে চারিদিক হয়েছে কালো
নেই সাথে শুষ্ক গোধূলি; লাগছে না ভালো;
বিরহের সুর আজ কানে বাজে বারবার
দেয়া ডাকে গগনে ক্ষণে ক্ষণে; মন ও প্রেমের হয় জেরবার।
তবে শূন্য খাঁচায় আজও পাখি কেন ডেকে যায় ?
মাঝপথের ভাঙ্গা প্রেম এই পরিণত বয়সে এসে কেনইবা হাত বাড়ায় ?
উত্তর গুলো ডুবে গিয়েও বারবার ভেসে ওঠে বর্ষার ঘোলা জলে
আমি পথ হারা পথিক তবু সব ফিরে পাই সবকিছু ভুলে যাওয়ার ছলে,
মনের মাঝে কত খেলা বইছে যে সারাবেলা
আমি তারই মাঝে করি তোমায় স্মরণ বেলা অবেলা,
অহর্নিশি তোমায় খুঁজি ভালোবাসার অর্থ বুঝি আর না বুঝি
হেলার ভেলায় দুলছি আজও হয়ে মরছি এই প্রবাসী।