ঘনাগম ঘনালো
ঘনঘোর ঘনঘটা,
ঘনকৃষ্ণ ঘুটঘুটে ঘরে
ঘেরিল ঘনান্ধকার ।
ঘাড় ঘুরায়ে ঘরণীর
ঘুচানু ঘোমটা
ঘুচিল ঘুমঘোর ।
ঘুঙুরের ঘায়ে ঘায়ে
ঘাগরার ঘুরপাকে
ঘরজোড়ে ঘূর্ণিঝড় !
[ শব্দার্থঃ- ঘনাগম-বর্ষা ]
ঘনাগম ঘনালো
ঘনঘোর ঘনঘটা,
ঘনকৃষ্ণ ঘুটঘুটে ঘরে
ঘেরিল ঘনান্ধকার ।
ঘাড় ঘুরায়ে ঘরণীর
ঘুচানু ঘোমটা
ঘুচিল ঘুমঘোর ।
ঘুঙুরের ঘায়ে ঘায়ে
ঘাগরার ঘুরপাকে
ঘরজোড়ে ঘূর্ণিঝড় !
[ শব্দার্থঃ- ঘনাগম-বর্ষা ]