শীতে ভোর বেলা হিম পড়ে মেলা
রোদ দেখা নাহি মেলে,
জেগে উঠে পাড়া পড়ে যায় সাড়া
শাখে শাখে পাখি খেলে।
পশু প্রাণী যত শীতে কাঁপে কত
থাকে চুপ বসে তায়,
গরু গাড়ি করে চাষি মাল ভরে
হাট পানে নিয়ে যায়।
বধূ কাজে মেতে চাষি চলে ক্ষেতে
কালু লালু ডাকে ঘেউ,
দাদু বলে হেঁকে উঁচু স্বরে ডেকে
ওরে খেতে দাও কেউ।
বেলা যত বাড়ে রবি উঁকি মারে
হিম ভাব কাটে ধীরে,
খোকা খুকু সবে খেলে হাহা রবে
সারা দিন ঘুরে ফিরে।
গাছ ভরা ফুল হয় বায়ে দুল
ছায়া ঘেরা ছোট গ্ৰাম,
নীল নভ মাঝে মিঠে রোদ রাজে
খড় চালে গড়া ধাম।
ভোরে ধরা ‘পরে কত শোভা ধরে
নব রূপে সাজ তার,
লয়ে কত ধেনু হাতে ধরে বেণু
শিশু চলে মাঠ পার।
মাঝি তরী বায় সুরে গান গায়
কত সুখ মনে যেন,
চরে চখা চখি সাথে নিজ সখি
তুল নাহি হয় হেন।