রৌদ্র আতপ মাঠের মাঝে
ধান শুকাতে দিয়ে,
গ্ৰামের মানুষ ব্যস্ত ধানের
ঝাড়াই মাড়াই নিয়ে।
পাশেই আছে সবুজ জমি
গাছগাছালি কত,
দিগন্তময় শ্যামল শোভা
সুন্দর ছবির মত।
অদূরে এক বৃক্ষ বড়
ঘন পল্লব শাখে,
থেকে থেকে শীতল বাতাস
বইছে তারই ফাঁকে।
রৌদ্র আতপ মাঠের মাঝে
ধান শুকাতে দিয়ে,
গ্ৰামের মানুষ ব্যস্ত ধানের
ঝাড়াই মাড়াই নিয়ে।
পাশেই আছে সবুজ জমি
গাছগাছালি কত,
দিগন্তময় শ্যামল শোভা
সুন্দর ছবির মত।
অদূরে এক বৃক্ষ বড়
ঘন পল্লব শাখে,
থেকে থেকে শীতল বাতাস
বইছে তারই ফাঁকে।